• ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ একাডেমি থেকে পালালেন বরিশালের সাবেক পুলিশ সুপার এহসানুল্লাহ

দখিনের বার্তা
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৫, ১৪:৩১ অপরাহ্ণ
পুলিশ একাডেমি থেকে পালালেন বরিশালের সাবেক পুলিশ সুপার এহসানুল্লাহ
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ডিআইজি এহসানুল্লাহ। গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তার কোনো খোঁজ মিলছে না। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই রাজশাহীসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়

 

 

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে সেদিন সকালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম। তিনি তখন একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে ছিলেন। তবে অভিযানের সময় তিনি রহস্যজনকভাবে সেখান থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

 

 

 

 

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,
“ডিআইজি এহসানুল্লাহ গত বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিলেন বলে জেনেছি। তার নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা খতিয়ে দেখছি।