ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর ইচলাদী টোল প্লাজায় চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে।
বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রী নিয়ে আসার সময় বাসটি টোল প্লাজায় পৌঁছালে যাত্রীরা ধোঁয়া দেখে চিৎকার করতে থাকে। চালক বাস থামানোর সঙ্গে সঙ্গে আগুনের কুন্ডলী লক্ষ্য করেন। বাসটি মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে। তবে সবাই নিরাপদে বাস থেকে নামতে সক্ষম হয়েছেন।
ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং রাস্তার যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়।