• ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

হাসিনাকে নাস্তিক উল্লেখ!

দখিনের বার্তা
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫, ১৭:১৪ অপরাহ্ণ
হাসিনাকে নাস্তিক উল্লেখ!
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ পুলিশ ২০১৫ সালে অপরাধীদের যাবতীয় তথ্য সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য চালু করেছে ক্রিমিনাল ডাটা মেনেজমেন্ট সিস্টেম (CDMS)। এ সিস্টেমটি অপরাধীদের প্রিভিয়াস কনভিকশন বা পূর্ববর্তী দণ্ড এবং রেকর্ডসমূহের পরিসংখ্যান সংরক্ষণ করে।

 

অনেকেই জানিয়েছেন যে, CDMS-এর পিসিপিআর (ইলেকট্রনিক ক্রিমিনাল রেকর্ড) সিস্টেমে  শেখ হাসিনার নামের পাশে ‘নাস্তিক’ হিসেবে উল্লেখ করা হয়েছে, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ধর্মের কলামে ‘ইসলাম’ উল্লেখ আছে, আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামের পাশে ধর্মের কোনো কলামই রাখা হয়নি।

এছাড়াও, পিসিপিআর রেকর্ডে শেখ হাসিনার বিস্তারিত তথ্য হিসেবে তার নাম, পিতার নাম মৃত শেখ মুজিবর রহমান, বিবাহিত অবস্থা, লিঙ্গ ‘মহিলা’ এবং পদবি ‘সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ’ উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সিডিএমএস সিস্টেমে অপরাধীদের সব তথ্য সঠিকভাবে এবং সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা হয়, যা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।