• ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার কারাগারে

দখিনের বার্তা
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৪, ২২:০৬ অপরাহ্ণ
হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার কারাগারে
সংবাদটি শেয়ার করুন....

হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা ও জনতা ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

সাকিব নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে রমনা থানায় করা মামলায় গতকাল বুধবার রাজধানীর কাকরাইল থেকে বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে সিএমএম আদালতে হাজির করে রমনা থানা–পুলিশ।

বলরাম পোদ্দারের আইনজীবী আনোয়ারুল কবির প্রথম  বলেন, তাঁর মক্কেলকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। তবে তাঁরা জামিনের আবেদন করেছেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই রাজধানীর রমনায় জাতীয় পার্টির অফিসের বিপরীত দিকের একটি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা হয়। এতে গুরুতর আহত হন সাকিব। এ ঘটনায় তিনি ১১ ডিসেম্বর রমনা থানায় ৬২ জনের নাম উল্লেখ করে মামলা করেন