নিজস্ব প্রতিবেদকঃ-বরিশালে ড্রাম ট্রাক চুরির অপরাধে গাজীপুর থেকে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ দুইজনকে আটক করেছেন।বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে ঢাকার গাজীপুর থেকে দুই জনকে আটক করে।বিষয়টি ক্ষুদে বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ জাকির সিকদার।
বরিশাল পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, বিএমপি, দিক-নির্দেশনা ও উপ—পুলিশ কমিশনার (উত্তর), রুনা লায়লা, বিএমপি, বরিশাল এর পরিকল্পনায় প্রতিনিয়ত সফল অভিযান চালাচ্ছে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার কর্মকর্তারা।
অভিযুক্তরা হলেন মোঃ নাজমুল হাসান(২৫) ও শরীফ হাওলাদার(২১) দ্বয়কে গাজীপুর মহানগর গাছা থানা এলাকাধীন ইউনিক গার্মেন্টস এর সামনে হতে ২২ ডিসেম্বর রাতে আটক করে।উভয় বরিসঘাল এয়ারপোর্ট থানা আওয়াতাধীন আউয়াল ও হুমায়ূন কবিরের ছেলে।
এয়ারপোর্ট থানার শামিম শাহের এজাহারের ভিত্তিতে বরিশাল কাশিপুর থেকে গত ১৫নভেম্বর রাতে ০৯.০০ ঘটিকার সময়ে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর হাই স্কুল সংলগ্ন ট্রাক টার্মিনালে রাখিয়া বাড়ীতে যায়। পরের দিন অর্থাৎ ১৬ডিসেম্বর তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় টার্মিনালে আসিয়া তার ড্রাম ট্রাকটি দেখিতে পায় না। তার ধারনা উক্ত ট্রাকটি ১৫ডিসেম্বর তারিখ রাত ০৯.০০ ঘটিকার পর হতে পরের দিন সকাল ০৮.০০ ঘটিকার মধ্যে যে কোন সময়ে চোর বা চোরেরা চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজা খুজি করে না পেয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় একটি চুরি মামলা (এয়ারপোর্ট থানার মামলা নং— ২২, তারিখ— ২১/১২/২৪ ইং, ধারা— ৩৭৯ পেনাল কোড) করে।
মামলা রুজু হওয়ার পরে পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম, বিএমপি, বরিশাল মহোদয়ের দিক—নির্দেশনা ও উপ—পুলিশ কমিশনার (উত্তর), জনাব রুনা লায়লা, বিএমপি, বরিশাল এর পরিকল্পনায় এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ জাকির শিকদারের সহযোগিতায় এসআই/মোঃ লোকমান হোসেন এর নের্তৃত্বে এয়ারপোর্ট থানার একটি চৌকস পুলিশ টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির মাধ্যমে চোরাই দলের সক্রিয় সদস্য মোঃ নাজমুল হাসান(২৫) ও শরীফ হাওলাদার(২১) দ্বয়কে আটক করে।
আটকের বিষয়ে বরিশাল মেট্রপলিটন এয়ারপোর্ট থানার অফসার ইনচার্জ জাকির সিকদার জানান মামলার অভি্যোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে গাজীপুর থেকে আসামীদ্বয়কে আটক কোর্টে হাজির করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করে।মামলাটি তদন্তাধীন আছে।