• ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে চাকরি দেওয়ার নামে শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

দখিনের বার্তা
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৪, ২২:১৫ অপরাহ্ণ
বরিশালে চাকরি দেওয়ার নামে শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....
পানিসম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার ইনস্টিটিউটের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।

 

ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী ভুক্তভোগী প্রসেনজিৎ বলেন, ‘আমার বোন ইনস্টিটিউটের শিক্ষার্থী। সেই সুবাদে শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে পরিচয়। ২০২৩ সালে পানিসম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার নাম করে স্ট্যাম্পে চুক্তিপত্র করে ২ লাখ টাকা নেন শিক্ষক মামুন। যার সব প্রমাণ রয়েছে। কিন্তু প্রায় এক বছর অতিবাহিত হলেও চাকরি নিয়ে টালবাহানা করতে থাকেন তিনি। সবশেষ গত মাসে চাকরি দেওয়া সম্ভব না বলে জানান তিনি। ফলে কয়েক দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা দিলেও তিনি ওয়াদা রাখেননি।’

 

অভিযুক্ত শিক্ষক বলেন, ‘আমি টাকা নিয়ে চাকরি দেওয়ার জন্য আরেক শিক্ষক সোয়েবকে দিয়েছি। আমাদের গ্রামের বাড়ি একই এলাকায়। আমি চেষ্টায় আছি প্রসেনজিতের টাকা ফেরত দেওয়ার।’