নিজস্ব প্রতিবেদঃনগরীর ১০ নং ওয়ার্ড ভাটার খাল এলাকার ত্রাস কামাল ও সগীরকে কে গ্রেফতার করেছে স্টিমার ঘাট ফাড়িঁ পুলিশ।গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১০ নং ওয়ার্ড ভাটারখাল এলাকায় স্টিমারঘাট ফাড়িঁ ইনচার্জ এস আই গোলাম নাসিম নেতৃত্বে এএসআই আমিনুল ইসলাম ও এ এস আই কাইয়ুম সহ সঙ্গিও ফোর্স অভিযান চালায় এ সময় এলাকার চিহ্নিত বখাটে ও ত্রাস ওয়ারেন্টভুক্ত মামলার আসামি আইয়ুব আলীর ছেলে সগীর (২৫) হাকিম আলীর ছেলে আবুল কালাম (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। দীর্ঘদিন যাবৎ বাটারখাল এলাকায় এই দুই যুবক ত্রাসের রাজত্ব কায়েম করতো।এই দুজনকে আটক করায় স্টিমারঘাট ফাড়িঁর পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।