গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীর দিনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা পর পরই নতুন বাংলাদেশে বরিশালের রাজনৈতিক দলগুলোর মাঝে নির্বাচনী উৎসব ছড়িয়ে পরেছে। এরপূর্বে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আনন্দ মিছিল ও সমাবেশের মাধ্যমে সব দলের মধ্যে ছিলো নির্বাচনী শক্তির মহড়া। বিএনপি একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পৃথক কর্মসূচি পালন করলেও জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বৃষ্টিকে উপেক্ষা করে তাদের কর্মসূচি পালন করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালের প্রবেশদ্বার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ১১৯ বরিশাল-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনজন কেন্দ্রীয় নেতা ত্রিধা বিভক্ত হয়ে পৃথক আনন্দ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেছেন। প্রতিটি আনন্দ মিছিল ও সমাবেশে দুই উপজেলার দলীয় হাজার হাজার নেতাকর্মীদের স্বর্তস্ফূত অংশগ্রহণে ৫ আগস্ট সকাল থেকে সন্ধা পর্যন্ত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ছিলো নির্বাচনী উৎসবের আমেজ।
এক মাসে গণঅভ্যুত্থান হয়নি \ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের সমর্থনে ৫ আগস্ট বেলা এগারোটায় আগৈলঝাড়া উপজেলা সদরে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার কয়েক হাজার নেতাকর্মীদের সাথে বাদ্যযন্ত্র নিয়ে হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। আনন্দ মিছিল শেষে আগৈলঝাড়া উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, এক মাসে গণঅভ্যুত্থান হয়নি। দীর্ঘ ১৭ বছর ধরে এ আন্দোলন চলেছে। প্রবাসে থেকেও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেছেন, শুধু জুলাই নয়; গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের সব স্বপ্ন বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে। জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানসহ বিগত ১৭ বছরে যারা গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছেন তাদের স্বপ্নের দেশ গড়ে তুলতেই বিএনপির লড়াই। আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা, পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম।
ঐক্যের বিকল্প নেই \ একইদিন বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আকন কুদ্দুসুর রহমান বলেছেন-দীর্ঘ প্রায় দেড় যুগের ত্যাগ ও আন্দোলনের পথ অতিক্রম করে আমরা ফ্যাসিবাদমুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখন স্বাধীন বাংলাদেশ রক্ষায় ইস্পাত কঠিন ঐক্যের কোন বিকল্প নেই। গণসমাবেশে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম আফজাল হোসেন।
হাসিনার পলায়নে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে \ একইদিন সকালে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের গৌরনদীতে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা, পৌর ও আগৈলঝাড়া বিএনপিসহ অঙ্গ সংগঠনের আয়োজনে সরকারি গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, জনতার সংগ্রামের বিজয়ের মধ্যদিয়ে এবং শেখ হাসিনার পলায়নের মধ্যদিয়ে আজকের এই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
বৃষ্টিতে ভিজে বিজয় মিছিল \ এছাড়াও একইদিন বিকেলে বৃৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিজয় মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান। একইদিন বিকেলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-১ আসনের প্রার্থী রাসেল সরদার মেহেদীর নেতৃত্বে বিজয় মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
হাসিনা আর ফিরে আসতে পারবে না \ পৃথিবীর কোথাও কোন পতিত স্বৈরাচার কখনো ফিরে আসতে পারেনি হাসিনাও পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং বরিশাল-৫ (সদর) আসনের দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বরিশাল মহানগর জামায়াতের আয়োজনে আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব তরেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
ন্যায় বিচারের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে \ বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দীন মোহাম্মদ বাবর বলেছেন, ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমেই বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। ৫ আগস্ট জামায়াতে ইসলামীর মুলাদী উপজেলা শাখার আয়োজনে গণ মিছিলের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মজলিশে শুরা সদস্য ও উপজেলা আমীর মাওলানা আবু সালেহ।
আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে \ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমীর এবং বরিশাল-২ (উজিরপুর বানারীপাড়া) আসনের মনোনীত প্রার্থী আলহাজ মাস্টার আব্দুল মান্নান বলেছেন, আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। শহীদ ও আহত পরিবারের পুনর্বাসনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সাত দফা মেনে নেয়ার জন্য তিনি ইন্টেরিম সরকারের কাছে দাবি করেন। দলটির উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট গণ মিছিলের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মজলিশে শুরা সদস্য ও উপজেলা আমীর মাওলানা আব্দুল খালেক।
আর কেউ যেন ফ্যাসিস্ট হতে না পারে \ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (হিজলা-কাজীরহাট-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার বলেছেন, স্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই, জুলাই অভ্যুত্থানের গণহত্যাকারী ফ্যাসিস্টদের মত আর কেউ যেন ফ্যাসিস্ট হতে না পারে, সেই আইন করতে হবে। নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জামায়াতে ইসলামীর হিজলা উপজেলা শাখার আয়োজনে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে গনমিছিলের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও উপজেলা আমীর অধ্যাপক মাওলানা নুরুল আমিন।