• ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদকর্মীদের সবধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে : বরিশাল জেলা প্রশাসক

দখিনের বার্তা
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬, ১৬:০৩ অপরাহ্ণ
সংবাদকর্মীদের সবধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে : বরিশাল জেলা প্রশাসক
সংবাদটি শেয়ার করুন....

 

বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন বলেছেন-নির্বাচন কমিশন থেকে নির্বাচনের সময় সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহের ব্যাপারে যে পরিপত্র দেওয়া হয়েছে, সেই অনুযায়ী যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবাদকর্মীদের সবধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমন আরও বলেছেন-একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যতামূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য ইতোমধ্যে আমরা সবধরনের প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছি।

ভোটারগণ যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেলক্ষ্যে সরকারের নির্দেশনা শতভাগ সফল করতে আমরা বদ্ধ পরিকর।

গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা, গৌরনদী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সায়িদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেলসহ অন্যান্যরা।