• ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে আ’লীগ নেতাকে নিয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া: বরিশালে সমালোচনার ঝড়

দখিনের বার্তা
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৫, ২৩:৩৪ অপরাহ্ণ
নগরীতে আ’লীগ নেতাকে নিয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া: বরিশালে সমালোচনার ঝড়
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল মহানগর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পোর্ট রোড শহীদ জিয়া পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্র প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

তবে এই দোয়া মাহফিলে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে সদ্য কারামুক্ত বরিশাল মহানগর মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ও বিএনপি’র করা একাধিক মামলার আসামি ইয়ার সিকদার এবং নির্বাহী কর্মকর্তার উপর হামলা মামলার আসামি শ্রমিক লীগ নেতা রাকিব উপস্থিত থাকায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

ফেসবুকে সমালোচনার তীব্রতা বাড়িয়ে কয়েকটি ছবি পোস্ট করেন বিএনপি নেতা রফিকুল ইসলাম চিশতী। তিনি পোস্টে লিখেন,১৭ বছর ধরে আ’লীগের অপকর্মের সাথে জড়িত ব্যক্তি কীভাবে বিএনপির চেয়াপার্সন খালেদা জিয়ার দোয়ায় উপস্থিত হয়? কার ইন্ধনে এরা দলে অনুপ্রবেশ করছে? মহানগর বিএনপি নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।”

ছবিতে দেখা যায়, বরিশাল মহানগর বিএনপি নেতা কামাল সিকদারের পাশে চেয়ারে বসা ইয়ার সিকদার এবং সামনে শ্রমিক লীগ নেতা রাকিব চেয়ারে বসা।

মহানগর বিএনপি নেতা ছোট কামাল বলেন,ইয়ার সিকদার ও রনি পোর্ট রোডের আড়তদার। আড়ত মালিক হিসেবে তারা দোয়ায় উপস্থিত ছিল। কেউ দোয়ায় এলে তাকে তো ঘাড় ধরে বের করে দিতে পারি না। তবুও আমার ভুল হয়েছে, ভবিষ্যতে এমনটা আর হবে না।”

আ’লীগ নেতাকে নিয়ে বিএনপি’র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাতের বিষয়ে জানতে চাইলে বরিশাল মহানগর মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি সালাম সিকদার বলেন আমি বরিশাল মহানগর মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি ও মালিক সমিতির আমি দোয়া মোনাজাতে দাওয়াত পাইনা অথচ বিএনপির মোনাজাতের আ’লীগের নেতা কর্মীদের নিয়ে দোয়া মোনাজাত করে।কয়েক দিন আগে আমরা বরিশাল সদর ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার ভাইকে দাওয়াত দিয়েছি তার উপস্থিতিতে আ’লীগ নেতা ইয়ার সিকদার এর ভাই আজাদ সিকদার পোর্ট রোডে এসে ছোট কামালের সাথে মিলে নিজেকে স্ব-ঘোষিত ভারপ্রাপ্ত সভাপতি দাবি করে ব্যানার সাটিয়ে দেয়।ছোট কামাল স্ব-ঘোষিত দ্বিতীয় টুটুল হতে চাইছে।আমি কেন্দ্রে জানিয়েছি এবং মহানগর সভাপতি কে জানিয়েছি তারা ব্যবস্থা নিবে।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন,আ’লীগ নেতা কর্মীদের সঙ্গে নিয়ে কেউ যদি কোনো প্রোগ্রাম করে তা দলের সাংগঠনিক বিধির বাইরে। আমরা তথ্য-প্রমাণ পেলে ব্যবস্থা নেব। কেউ নিজেকে অনধিকারভাবে ভারপ্রাপ্ত সভাপতি দাবি করলে তা হাইকমান্ডকে জানানো হবে।”