তরিকুল ইসলাম: বরিশালে স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত হওয়া নেতাদের নিয়ে যেন বিতর্ক থামছে না।একের পর এক বিতর্কে জড়াচ্ছেন প্রতিনিয়ত।আগামী ১৭ মে খুলনায় তারুণ্যের সমাবেশ সফল করতে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় স্ব শরীরে উপস্থিত হয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন বালু কান্ডে পদ স্থগিত হওয়া বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুল আহসান।যাকে ঘিরে দলীয় নেতা কর্মীদের মাঝে বরিশালে বইছে সমালোচনার ঝড়।
আজ সকালে বরিশাল জেলা বিএনপির কার্যালয়ে তারুণ্যের সমাবেশ সফল করতে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। যেখানে দেখা যায় বরিশাল হিজলা বালুমহল কান্ডে বহিষ্কার হওয়া বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুল আহসানকে সমাবেশ সফল করতে উক্ত সমাবেশে প্রধান অতিথির পাশে বসা।
গত ২৭ মে মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দলীয় প্যাডে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের সম্মতিক্রমে তার এই পদ স্থগিত করা হয়। হিজলা উপজেলার সৈয়দ খালিতে বালু মহাল ইজারা নিয়ে বরিশাল ডিসি অফিসে টেন্ডার নিয়ে সেনাবাহিনী সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রমাণিত হওয়ায় কেন্দ্র থেকে এই স্থগিতাদেশ দেয়া হয় । তবে কেন্দ্রের নির্দেশ অমান্য করে অদৃশ্য ক্ষমতাবলে দলীয় নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রবিবার ১১ই মে সকালে সদর রোড বরিশাল বিএনপি দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতি মোঃ নিজামুর রহমানের পাশেই অবস্থান করতে দেখা যায় তাকে ।
বরিশালে বালুমহলের দরপত্র নিয়ে সংগঠিত ঘটনাকে কেন্দ্র করে বরিশালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ৮ জন, স্বেচ্ছাসেবক দলের ৩ জন ও জেলা ছাত্রদলের একজনকে তিন মাসের জন্য পদ স্থগিত করা হয়েছে। এ ঘটনায় পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে দিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
দলের তৃণমূল কর্মীরা বলে এ ই লোক দেখানো বহিষ্কার বা পদ স্থগিত করে লাভ কি ? এতে করে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয় এবং দলের বদনাম হয় বলে মনে করেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মী । যেখানে একই ঘটনায় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মশিউর রহমান মঞ্জুর দলীয় পদ স্থগিত থাকায় তিনি দলীয় আদেশ মান্য করে কোন প্রকার সভা সমাবেশে অংশ নিচ্ছেন না । এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম বিস্ময়।
উক্ত বিষয়ে জানতে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম এর ব্যবহারিত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলের ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
উক্ত বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান এর মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি