• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভাষা শহীদদের প্রতি পলিমাটি’র শ্রদ্ধা নিবেদন

দখিনের বার্তা
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ
ভাষা শহীদদের প্রতি পলিমাটি’র শ্রদ্ধা নিবেদন
সংবাদটি শেয়ার করুন....

 

ডেস্ক রিপোর্ট

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে রাজশাহীর অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’।

শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে পলিমাটির সদস্যরা রাত ১০:০০ টার মধ্যেই শহরের সিন্ডবি মোড়ে এসে সমবেত হন। এরপর সকলে খালি পায়ে হেঁটে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় সেখানে উপস্থিত আরও বেশ কয়েকজন স্থানীয় শিল্পী-সাহিত্যিক, শিক্ষার্থী, তাদের অভিভাবকরাও তাদের সাথে মিলিত হন। এরপর নির্ধারিত সময়ে তারা ডিসি অফিসের শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান।

এসময় পলিমাটির সভাপতি উজ্জল আলী, উপদেষ্টা ম. রেজা হাসান, আলিফ, সদস্য অথি, শান্ত, নাহিদ, মৃত্তিকা, মাধুর্য, সাইফ, মাহিমসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীলও তাদের সাথে যোগ দেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল বলেন, একুশে ফ্রেব্রুয়ারি আমাদের দেশের ইতিহাসের সাথে জড়িত। ভাষা শহীদদের সম্পর্কে জানাতে শহীদ মিনারে শিক্ষার্থী ও শিশুদের নিয়ে আসা উচিত। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি এই দিন সম্পর্কে জানতে না পারে তাহলে দেশের প্রতি তাদের মমত্ববোধ গড়ে উঠবে না।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ নাম না-জানা শহীদ ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে রচনা করেছিলেন স্বাধীন বাংলাদেশের ভিত্তি। তাদের আত্মদানের স্মৃতিকে মনে রেখে দেশে উদযাপিত হয়ে আসছে মাসজুড়ে অমর একুশে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হচ্ছে।