নিজস্ব প্রতিবেদক::
বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন চাঁদপুরা ইউনিয়নের রায়পুরা গ্ৰামে প্রিয়া রানী ঘোষ(২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল আনুমানিক ১১ দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায় শ্বশুর বাড়ির লোকজন।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। গৃহবধূ প্রিয়া রানী ওই এলাকার সুব্রত ঘোষের স্ত্রী। জানা গেছে,প্রায় পাঁচ বছর পূর্বে চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার ঘোষপাড়া এলাকার সাধন চন্দ্র ঘোষের মেয়ে প্রিয়া রানী ঘোষের পারিবারিক বিবাহ হয় সুব্রত ঘোষের সাথে। এদিকে নিহত প্রিয়া রানী ঘোষের পরিবারের দাবি।
বিয়ের পর থেকে সুব্রত ঘোষ স্ত্রীর পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিল এ নিয়ে পারিবারিকভাবে দুজনার ভিতর মনোমালিন্য ছিল যা একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে শালিস বৈঠকে মিমাংসা করা হয়।
ঘটনার আগের দিন স্বামী-সুভ্র ঘোষ স্ত্রী প্রিয়া ঘোষ কে গলার স্বর্ণের চেইন যৌতুক হিসেবে দাবি করেন এবং বলেন আমার যত বন্ধুবান্ধব রয়েছে,শ্বশুরবাড়ি থেকে সবাইকে চেন এবং আন্টি উপহার দিয়েছেন। তুইতোকারি বলে স্ত্রীকে বলেন তোরা ছোটলোক তোদের সাথে আমার কোন সম্পর্ক রাখা উচিত না। স্বামী কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে শারীরিক নির্যাতন করেন। যার পরিপ্রেক্ষিতে পারিবারিক কলহের জেরেই এঘটনা ঘটেছে দাবি প্রিয়া ঘোষ এর অভিভাবকদের।
বরিশাল বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)
রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদনের আগে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন।