বরিশাল মেট্রপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ ছগির হোসেন এর নেতৃত্বে সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ৯ জানুয়ারী বৃহস্পতিবার ১ বিকেল ৫ টার সময় কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২৪ নং ওয়ার্ডস্থ রুপাতলী দপদপিয়া টোল প্লাজা সংলগ্ন বরিশাল সিটি গেট এর নীচে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১। মোঃ মানিক হাওলাদার (৩৬), পিতা-মৃত আবুল কালাম হাওলাদার, সাং-আমখোলা হাওলাদার বাড়ী, ০৩ নং ওয়ার্ড, আমখোলা ইউপি, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী’র হেফাজত হতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে আটক করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।