ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, শুক্রবার দুপুরে তিনি ওই দোকানে পোশাক কিনতে যান। এ সময় দোকানমালিক জাকির হোসেন পোশাক দেখানোর নামে তাঁর (নারী) শরীরের স্পর্শকাতর স্থানে ইচ্ছাকৃতভাবে হাত দেন। এর প্রতিবাদ করলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁকে (নারী) মারধর শুরু করেন দোকানমালিক। কিল-ঘুষি মারতে মারতে দোকানের বাইরে সড়কের ওপর নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি জানান, দোকানের ভেতরে হট্টগোল দেখে তাঁরা গিয়ে উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেন। তবে এর আগেই হামলার ঘটনা ঘটে।
অভিযুক্ত জাকির হোসেন এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ওই নারী তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে আমার দোকানে এসে আমার ওপর প্রথম হামলা করেছিল। এরপর আমিও পাল্টা হামলা করেছি।’