• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল সিটি কর্পোরেশনের জমি দখলমুক্তকরণে বিএনপির বাধা, বিভাগীয় কমিশনার অবরুদ্ধ,

দখিনের বার্তা
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ২২:৪৫ অপরাহ্ণ
বরিশাল সিটি কর্পোরেশনের জমি দখলমুক্তকরণে বিএনপির বাধা, বিভাগীয় কমিশনার অবরুদ্ধ,
সংবাদটি শেয়ার করুন....

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button

অবৈধ দখল হওয়া বিসিসির জমি-স্টল উদ্ধারে গিয়ে বিপাকে পড়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বরিশালের রায়হান কাওসার। শনিবার বিকালে নগরীর গোড়াচাঁদ দাস রোডে এ ঘটনা ঘটে।

এ সময় বিভাগীয় কমিশনারকে বহণকারী গাড়ি অবরুদ্ধ করে ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। তারা উচ্চবাচ্য করে প্রশাসককে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বিসিসি প্রশাসক।

স্থানীয়রা বলেন, আওয়ামী শাসনামলে বিসিসির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী রাজিব খান ওই জায়গায় নগর ভবনের জমিতে ব্যক্তিগত অফিস করেন। গত ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের পর সেটি দখলে নেয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।

সম্প্রতি এক সভায় নগরীর ত্রিশটি ওয়ার্ডে কাউন্সিলরদের জন্য স্থায়ী কার্যালয় তৈরির উদ্যোগ নেয় বিসিসি। এ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার গোড়াচাঁদ দাস রোডের ওই স্টল পরিদর্শনে যান প্রশাসক রায়হান কাওসার। তখন ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে উচ্চবাচ্য করতে থাকে।

বিসিসির স্টল দখলে নিয়ে তালা দিতে চাইলে প্রশাসককে বাধা দেয় তারা। সেখানে বিএনপির অফিস থাকবে বলেও হুমকি দেওয়া হয়। বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে স্টলটি দখলমুক্ত না করেই ফিরে আসেন বিভাগীয় কমিশনার।

পুরো বিষয়টির নেতৃত্ব দেওয়া ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা হিমেল আহম্মেদ বলেন, আমাদের কাছে খবর আছে যে, ওই জায়গা লিজ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে বিসিসি। তাই এর বিরুদ্ধে আমরা এলাকাবাসী দাঁড়িয়েছি।

এ বিষয়ে জানতে বিসিসি প্রশাসক রায়হান কাওসারের মোবাইলে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। তাই এ বিষয়ে কিছু জানি না।