• ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল নগরীতে চাঁদার দাবিতে ব্যাবসায়িকে মারধর

দখিনের বার্তা
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ২২:০১ অপরাহ্ণ
বরিশাল নগরীতে চাঁদার দাবিতে ব্যাবসায়িকে মারধর
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল নগরীর চৌমাথা রহমানী টেইলার্সের ভিতরে ঢুকে চাঁদার দাবিতে দোকানীকে মারধর করে স্থানীয় সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার সন্ধার দিকে এ ঘটনা ঘট। দোকানের মালিক মোঃ মোস্তাফিজুর রহমান জানান আলিমুল কবির এবং অর্ন পিতা পুত্র  সহ মামুন,  সাতরাজ সহ ৪ জন অঙাত দোকানে আসিয়া ৬,০০০/- টাকা চাঁদা দাবী করে।  দাবীকৃত টাকা দিতে অস্বীকার করিলে  ক্ষিপ্ত হইয়া আমার
দোকান থেকে ডেকে নিয়া দোকানের নিচে  বসিয়া  আমাকে এলোপাতাড়িভাবে মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা। ফুলা জখম রক্তাক্ত করে এবং খুন জখমের হুমকি প্রদান করে। আমার  পকেটে
থাকা নগদ ৮,৫০০/- টাকা, ০১টি মোবাইল ফোন নিয়া যায়।
দোকান ও সিসি ক্যামেরা ভাংচুর করিয়া ক্ষতিসাধন করে। বর্তমানে আমি
হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি আছে। মামলার প্রস্তুতি চলছে।