• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ এসআই শিহাবের বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দায়ের

দখিনের বার্তা
প্রকাশিত মার্চ ৬, ২০২৫, ১৬:৩৮ অপরাহ্ণ
নারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ এসআই শিহাবের বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দায়ের
সংবাদটি শেয়ার করুন....

 

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল কোতয়ালী মডেল থানায় দীর্ঘদিন কর্মরত বিতর্কিত এসআই শিহাব উদ্দীনের বিরুদ্ধে বিএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। (৬ মার্চ) বৃহস্পতিবার আদালতের নির্দেশ অমান্য ও নারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও গ্রেফতারের হুমকির প্রেক্ষিতে নগরীর ১০নং ওয়ার্ডস্থ ভুক্তভোগী বাসিন্দারা এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, বরিশাল নগরীর ১০নং ওয়ার্ডস্থ কেডিসি এলাকাধীন বিএডিসি কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের ঘরের দরজা আটকে সীমানা প্রাচীর নির্মানের কাজ শুরু করে। আর এতে ওই এলাকার মালিকানা ৫ পরিবারসহ প্রায় ২০০ পরিবারের যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম হয়। এতে ভুক্তভোগীরা আদালতের স্মরণাপন্ন হলে আদালত উক্ত স্থানে ১৪৪-১৪৫ ধারা বলবৎ করেন।
কিন্তু গত ৫ মার্চ বেলা আনুমানিক পৌনে ১২ টার সময় স্থানীয় বাসিন্দাদের চলাচলের পথ আটকে নিয়মবহির্ভূত দেয়াল নির্মান করতে যায় বিএডিসি কর্তৃপক্ষ। এসময় ভুক্তভোগীরা আদালতে ১৪৪/১৪৫ ধারার আবেদনের নির্দেশ দেখালে তারা চলে যায়। কিন্তু এর ঘন্টা খানেক পরেই উক্ত স্থানে এসআই শিহাব সিভিল পোশাকে মাস্তান স্টাইলে কাজ শুরুর নির্দেশনা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ভুক্তভোগীরা বার বার আদালতের নির্দেশনা দেখালেও এসআই শিহাব আরো উত্তেজিত হয়ে ওঠে এবং বলে আদালতের এ আদেশের কাগজ ভুয়া। এখানে এই জায়গায় ওয়াল নির্মান হবে। এদিকে এসআই শিহাব কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জকে অবহিত না করে সিভিল পোশাকে ঘটনাস্থলে আসেন এবং সার্বিক পরিস্থিতি উত্তপ্ত করেন। এক পর্যায়ে এসআই শিহাব আদালতের আদেশ না মেনে বিএডিসির পক্ষহয়ে স্থানীয় ভুক্তভোগীদের বাকবিতন্ডায় জড়ান ও মহিলাদের গ্রেফতার করে তুলে নিয়ে যাবেন বলে হুমকি দেন এবং মহিলাদের সাথে দুর্বব্যবহার করেন। পরবর্তীতে জনসাধারণের রোষানলে পড়ে ঘটনাস্থল ত্যাগ করেন এসআই শিহাব।

এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগীরা বিতর্কিত আইন অমান্যকারী এসআই শিহাবের শাস্তির দাবিতে পুলিশ কমিশনার বরাবর এ অভিযোগ দায়ের করেন। তারা বলেন আইনের লোক হয়ে এসআই শিহাবে শৃঙ্খলা রক্ষার্থে কাজ না করে উল্টো মাস্তানি করে পরিস্থিতি উক্তপ্ত করেছে।

এ বিষয়ে বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বলেন, এ ব্যাপারে তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।