• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে চলন্ত বাসে আগুন,

দখিনের বার্তা
প্রকাশিত মার্চ ৬, ২০২৫, ১৩:৪৮ অপরাহ্ণ
বরিশালে চলন্ত বাসে আগুন,
সংবাদটি শেয়ার করুন....

 

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ও সানুহার বাসস্ট্যান্ডের মধ্যবর্তী স্থান অতিক্রমকালে চলন্ত বাসে আকস্মিক আগুন ধরে যায়। এ ঘটনায় বাসের ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন কোম্পানির এসি বাসটি ঘটনাস্থল অতিক্রমকালে এসি থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক চালক বাস থামালে যাত্রীরা সড়কে নেমে যান।

 

তিনি আরও বলেন, এরপর গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিস এবং হাইওয়ে থানা পুলিশ ও উজিরপুর থানা পুলিশের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় বাসের ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

বাসটি পুলিশের জিম্মায় রাখা হয়েছে। পালিয়েছেন বাসের সঙ্গে সংশ্লিষ্টরা। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ওসি।