বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মো. তুহিন নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত তুহিন (২৭) চাঁদপুর জেলার মতলব উপজেলার টিএন্ডটি এলাকার কেরামত আলীর ছেলে।
বৃহস্পতিবার (২০ ফেব্রয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে । বরিশাল গৌরনদী হাইওয়ে থানার টিএসআই রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, বেপরোয়া গতির ঢাকাগামী সাকুরা পরিবহনের সঙ্গে বরিশালগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া দুর্ঘটনার কবলে পড়া বাস ও মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
স্থানীয় একজন ব্যবসায়ী, ফজলুল হক বলেন, এই ধরনের দুর্ঘটনা খুবই দুঃখজনক। সড়কটি কিছুটা সরু, আর বাসগুলো বেশিরভাগ সময়ই বেপরোয়াভাবে চালায়। এর আগেও এমন কিছু দুর্ঘটনা ঘটেছিল। স্থানীয়দের দাবি, এই সড়কে অবৈধ দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া উচিত।
বরিশাল গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং পরিবারকে অবহিত করা হয়েছে। বাস ও মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।