• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে সরকারি জমি দখল করে বহিষ্কৃত বিএনপি সাবেক কাউন্সিলরের দখল বাণিজ্য

দখিনের বার্তা
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ২১:২৬ অপরাহ্ণ
বরিশালে সরকারি জমি দখল করে বহিষ্কৃত বিএনপি সাবেক কাউন্সিলরের দখল বাণিজ্য
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদকঃ-বরিশালে বিআইডব্লিটিএ ওর জমি দখল করে বিএনপির বহিস্কৃত নেতার তরমুজ ব্যবসার জন্য সেড তৈরি করে বাণিজ্যের অভিযোগ উঠেছে।অভিযোগ উঠেছে বরিশালের পোর্ট রোডের কীর্তনখোলা নদীরতীর ট্রলার ঘাট সংলগ্ন বিআইডব্লিওর জমি অবৈধভাবে দখল করে তরমুজের ব্যবসার জন্য ভাড়া দিচ্ছে বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক ৯নং কাউন্সিলর হারুন অর রশিদ।বিগত সরকারের সময় আ’লীগ নেতা টুটুল ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে অবৈধ ভাবে তরমুজ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করেছেন।

বিআইডব্লিটিএর জমি কেউ দখল করতে পারবে না তবে ব্যবসায়ীদের স্থপনার সামনে খালি জমি আছে সে তার সামনের জমি ব্যবহার করিতে পারিবে।তবে সেখানে হারুনের কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান  না থাকলেও অবৈধভাবে দখল করে তা তরমুজের জন্য আগাম সেড তৈরী করে ভাড়া দিচ্ছে।

পোর্ট রোড ব্যবসায়ীরা জানান ৫ আগস্টের পরে আ’লীগের ক্ষমতার পরিবর্তন হলে দল থেকে আজীবন বহিস্কৃত হারুন অর রশিদ  তার ক্যাডার বাহিনী দিয়ে পোর্ট রোডের বিভিন্ন জায়গা দখল করা শুরু করেছে কেউ প্রতিবাদ করলে তাকে মারধরের ভয় ভীতি দেখানো হচ্ছে।

পোর্ট রোডের ট্রলার ঘাট সংলগ্ন থাকা বিআইডব্লিটিএর পাশে থাকা নিজস্ব দখলীয় জমির মালিকগন অভিযোগ করে বলেন আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের পিছন থাকা জমি আমরা ব্যবহার করব কিন্তু হারুন সে আমাদের ব্যবহার করতে না দিয়ে টিন দিয়ে আটকিয়ে সেড করে ভাড়া দিচ্ছে।

সেখানে থাকা স্বাগতম হোটেল মালিক তার হোটেলের পিছনের জমি আমি ব্যবহার করব।দল থেকে বহিঃস্কৃত সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ সে টিন দিয়ে আটকিয়ে অন্যের কাছে ভাড়া দিচ্ছে।সে বিআইডব্লিটিএর জমি সব দখল করে বানিজ্য করেছেন।এটা অন্যায়।

সরকারি জমি দখলের বিষয়ে জানতে চাইলে বরিশাল মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন

বিআইডব্লিটিএর জমি দখল করে বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে বরিশাল বিআইডব্লিটিএর উপ-পরিচালক জানান

 বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকরার জন্য হারুন অর রশিদকে বিএনপি থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তারপর থেকে নিজেকে বিগত আ’লীগের সাথে সখ্যতা গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করে থাকে।বিগত সরকারের আমলে দল থেকে বিহিস্কার করলে বিএনপির কোন সভা বা প্রোগ্রামে আর দেখা যায়নি।