• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গৌরনদীতে বিএনপির দুই গ্রুপের হামলা-পাল্টা হামলা : বসতঘর ভাঙচুর : আহত-৪

দখিনের বার্তা
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০০:২০ পূর্বাহ্ণ
গৌরনদীতে বিএনপির দুই গ্রুপের হামলা-পাল্টা হামলা : বসতঘর ভাঙচুর : আহত-৪
সংবাদটি শেয়ার করুন....

 

স্টাফ রিপোর্টার,

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলা ও বসতঘর ভাঙচুর চালিয়ে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাত নয়টার দিকে হামলা ও পাল্টা হামলায় দুই পক্ষের চারজন আহত হয়েছে।

এরমধ্যে আতাহার সিকদার (৬২) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নজরুল ফকিরের সাথে একই গ্রামের যুবদল কর্মী মিরাজুল ও জাহিদুল সিকদারের দ্বন্ধ চলে আসছে।

ওই দ্বন্ধের জেরধরে সোমবার সন্ধ্যায় মিরাজুল ও জাহিদুলের পক্ষালম্বন করে ইউপি সদস্য নজরুল ফকিরকে মারধর করে গৌরনদী পৌর যুবদল কর্মী হিরা সরদার।

এরপর রাত নয়টার দিকে নজরুলের লোকজন পাল্টা হামলা চালায়। এসময় দুইপক্ষের মহড়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পরে।

যুবদল কর্মী মিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, সোমবার সন্ধ্যায় কে বা কারা সাবেক ইউপি সদস্য নজরুল ফকিরকে মারধর করেছে তা আমরা জানিনা। কিন্তু নজরুল ওই ঘটনায় আমাদের দোষারোপ করে রাত নয়টার দিকে ছাত্রদল নেতা কায়েস সিকদার, জোবায়ের সিকদার ও সজিব হাওলাদারসহ তাদের শতাধিক সহযোগিদের নিয়ে আমার (মিরাজুল) বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে নগদ লক্ষাধিক টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এসময় হামলাকারীদের লুটপাটে বাঁধা দেওয়ায় আমার বৃদ্ধ পিতা আতাহার সিকদারকে কুপিয়ে গুরুত্বর জখম এবং মা রাশিদা বেগমকে পিটিয়ে আহত করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য নজরুল ফকির বলেন, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলাম। পথিমধ্যে জঙ্গলপট্টি মাদ্রাসার সামনে পৌঁছলে যুবদল কর্মী হিরা সরদার, মিরাজুল ও জাহিদুল সিকদার আমার পথরোধ করে ব্যাপক মারধর করে সাথে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়।

একইসময় হামলাকারীরা আমার কাছে আরো পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। খবরপেয়ে আমার মেঝ ভাই আজিবর ফকির আমাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুত্বর আহত করা হয়।

আমরা দুই ভাই বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।