• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল নগরীতে ‘দেয়ালে জয়বাংলা’ লিখে ভিডিও ছড়ানো মনির ইয়াবাসহ আটক

দখিনের বার্তা
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ২২:৫৭ অপরাহ্ণ
বরিশাল নগরীতে ‘দেয়ালে জয়বাংলা’ লিখে ভিডিও ছড়ানো মনির ইয়াবাসহ আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদকঃ-বরিশাল নগরীতে অভিযান চালিয়ে মোঃ মনির হাওলাদার নামে এক ব্যাক্তিকে আটক করেছে  তার কাছ থেকে ৫৩ পিচ ইয়াবা উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন কোথয়ালি মডেল থানা পুলিশ।আটককৃত মনির হাওলাদার বরিশালের ২নং ওয়ার্ডের জেলে বাড়ি পোল সংলগ্ন আমিন বাড়ি আঃ রশিদ হাওলাদারের ছেলে।

১০ ফেব্রুয়ারী রাতে বরিশালের বিভিন্ন ওয়ার্ডের দেয়ালে জয়বাংলা স্লোগান লিখে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় মনির হাওলাদায়।গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে আজ ১১ফেব্রুয়ারি রাতে বরিশাল ১৯ নং ওয়ার্ডের জেলে বাড়ির পোল সংলগ্ন সুরেন্দ্র ছাত্রাবাসের সামনে রাস্তার উপর হইতে অভিযুক্ত মনির হাওলাদারকে ৫৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

বরিশাল কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃমিজানুর রহমান জানায় সারা দেশে ডেভিল হান্ট অপারেশন চলমান আছে তার ধারাবাহিকতায় ১০ ফেব্রুয়ারি রাতে মনির হাওলাদার নগরীর বিভিন্ন জায়গার দেয়ালে জয়বাংলা স্লোগান লিখে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে আজ সন্ধ্যায় বরিশালের ১৯নং ওয়ার্ডস্থ জেলে বাড়ির পোল সংলগ্ন সুরেন্দ্র ছাত্রাবাসের সামনে মনির হাওলাদারকে পুলিশ অভিযান চালিয়ে আটক করে।পরে তার কাছ থেকে ৫৩পিচ ইয়াবা উদ্ধার করে।

অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।