• ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৬

দখিনের বার্তা
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ২০:০৭ অপরাহ্ণ
বরিশালে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৬
সংবাদটি শেয়ার করুন....

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
messenger sharing button
sharethis sharing button

জেলা পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিনভর নগরী ও জেলার বিভিন্ন থানায় পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগে মামলা রয়েছে। অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ১১ জন এবং বরিশাল নগরী থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতি শান্ত রাখার জন্য আমাদের অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে।

অপরদিকে মঙ্গলবার বিকেলে নগরীর রসুলপুর কলোনী এলাকায় যৌথ বাহিনী অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বলকে আটক করেছে। অভিযানে সেনাবাহিনীর সদস্য, পুলিশ, ডিবি এবং র‌্যাব সদস্যরা অংশগ্রহণ করেন।