• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে -ইঞ্জিনিয়ার সোবহান

দখিনের বার্তা
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৫, ২০:২৪ অপরাহ্ণ
গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে -ইঞ্জিনিয়ার সোবহান
সংবাদটি শেয়ার করুন....

 

স্টাফ রিপোর্টার,

গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে দলের মধ্যে কোনধরনের বিভেদ সৃষ্টি না করে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের মধ্যে মতবিরোধ থাকলে বিরোধী পক্ষ তার সুবিধা গ্রহণ করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বার্তার কথা উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, একদলীয় বর্বর শাসন দীর্ঘায়িত করার অলীক স্বপ্নে শুধু গণতন্ত্রই নয়, দেশের ঐক্য, সংহতি ও সার্বভৌমত্বকে সংকটাপন্ন করে তুলতেও আওয়ামী লীগ দ্বিধা করেনি।

বিরোধী দলের প্রতি আচরণে তারা কখনোই সভ্য রীতিনীতি অনুসরণ করেনি। তখন হামলা ও মামলার পর কারাগারই ছিল বিরোধী দলের একমাত্র ঠিকানা।

তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে শনিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী বাজারের টল ঘরে অনুষ্ঠিত আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, গণতন্ত্রবিরোধী ও জনবিচ্ছিন্ন অবৈধ আওয়ামী লীগ সরকার গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিলিত দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন তারা আবার নানাধরনের ষড়যন্ত্র শুরু করেছে।

তাই যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, মানুষের ব্যক্তিস্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠিত সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মালেক আকনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম, মো. জামাল হাওলাদার,

গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, ইউনিয়ন বিএনপি নেতা গাজীউর রহমান নান্নু, ইউনিয়ন যুবদলের সভাপতি জসিম উদ্দিন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহাদী হাসান রাকিব, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাগর হাওলাদার সহ অন্যান্যরা।

পুরো অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

সবশষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আবদুস সোবহান নলচিড়া ইউনিয়নের পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও উপস্থিত নেতাকর্মীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন।