• ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল নগরীতে ছাত্র শিবিরের গণমিছিল

দখিনের বার্তা
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৫, ১৭:০৯ অপরাহ্ণ
বরিশাল নগরীতে ছাত্র শিবিরের গণমিছিল
সংবাদটি শেয়ার করুন....

ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে বরিশাল নগরীতে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের মহানগর শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পর নগরীর গির্জা মহল্লা রোডের জামে কসাই মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তারা।

মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের মহানগর কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুন-অর রসিদ সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। আবার যেন কোন স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।