বরিশাল নগরীর কাশিপুর ইছাকাঠী হাতেম মীরার দিঘী ও পাশের একটি পুকুর থেকে মানুষের কাটা হাত, পা ও শরীরের পাঁচটি অংশের টুকরো উদ্ধার করেছে পুলিশ।
দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন শিকদার জানিয়েছেন, স্থানীয় স্কুল পড়ুয়া এক তরুন প্রথমে হাতেম মীরার দিঘীতে একটি কাটা পা দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়।
পরবর্তীতে তারা ৯৯৯ এর মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দূর থেকে হত্যা করে মানুষের শরীরের এসব কাটা অংশ এখানে ফেলা হয়েছে। পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।