বিএমপি গোয়েন্দা শাখার এসআই মোঃ রাহাতুল ইসলাম এর নেতৃত্বে সমন্বিত বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে কাউনিয়া থানাধীন ০৫ নং ওয়ার্ডস্থ দক্ষিণ পলাশপুর ইসলাম নগর প্রথম লেন মোঃ আবুল কালাম আজাদের মালিকানাধীন বসতঘরের দক্ষিণ পাশের বেডরুমে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত আখি বেগম(৩২),স্বামী-মোঃ রাজিব হাওলাদার, পিতা-মৃত আবুল হোসেন, মাতা-মোসাঃ হাসিনা বেগম, সাং-দক্ষিণ পলাশপুর, ইসলাম নগর প্রথম লেন, ০৫ নং ওয়ার্ড, থানা-কাউনিয়া, জেলা-বরিশালের হেফাজত হতে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে আটক করা হয়।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।