• ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালের শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুকের মেয়ে, তাহসানের হৃদয়ে

দখিনের বার্তা
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫, ১৪:৪৯ অপরাহ্ণ
বরিশালের শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুকের মেয়ে, তাহসানের হৃদয়ে
সংবাদটি শেয়ার করুন....

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান নতুন বছরে চমক নিয়ে এসেছেন তাঁর ভক্তদের জন্য। চুপিসারে তিনি বিয়ে করেছেন রোজা আহমেদকে। বিয়ের খবরটি নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন তাহসান। কোনো গুঞ্জন বা পূর্বাভাস ছাড়াই এই সুখবরটি প্রকাশ্যে আসায় ভক্তরা যেমন বিস্মিত, তেমনি আনন্দিত।

রোজা আহমেদ বাংলাদেশের বরিশালে বেড়ে উঠেছেন এবং পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন। পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে “রোজাস ব্রাইডাল মেকওভার” নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।

রোজা আহমেদ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন