• ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে কলেজ ছাত্রকে বলাৎকার : বিএনপি নেতা কিং মাসুদ গ্রেপ্তার

দখিনের বার্তা
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে কলেজ ছাত্রকে বলাৎকার : বিএনপি নেতা কিং মাসুদ গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

 

কলেজ ছাত্রকে বলাৎকারের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ইতালী প্রবাসী বিএনপি নেতা মাসুদ সরদার ওরফে কিং মাসুদকে গ্রেপ্তার করেছে বরিশাল র‍্যাব-৮ এর সদস্যরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে র‍্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে বরিশালের কোতোয়ালী মডেল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মাসুদ সরদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে ওইদিন রাতে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মামলার প্রধান আসামি মাসুদ সরদার ওরফে কিং মাসুদ খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম সরদারের ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ইতালী প্রবাসী মাসুদ সরদার ওরফে কিং মাসুদ ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নিজ এলাকায় আসেন। পরবর্তীতে তিনি (মাসুদ) ইতালী প্রবাসী বিএনপি নেতা দাবি করে স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতার ছবি সম্মিলিত ব্যানার ও পোস্টারের মাধ্যমে এলাকায় বিএনপির ব্যাপক প্রভাব বিস্তার করেন।

গত ৮ অক্টোবর পূর্ব সমরসিংহ গ্রামের বাসিন্দা ভুক্তভোগী এক কলেজ ছাত্রের (১৭) বাবা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় দায়ের করা মামলার এজাহারে জানা গেছে-ভুক্তভোগী মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

৭ অক্টোবর সন্ধ্যায় অভিযুক্ত কিং মাসুদ ভুক্তভোগীর সহপাঠী কমলাপুর গ্রামের লোকমান সরদারের ছেলে ইমন সরদারের মাধ্যমে ওই কলেজ ছাত্রকে সমরসিংহ বাজারে নিয়ে আসে।

এরপর ইমন ভুক্তভোগীকে ভ্যানযোগে ইল্লা বাসস্ট্যান্ডে নিয়ে যায়। সেখান থেকে কিং মাসুদ ও ইমন ভুক্তভোগী ওই কলেজ ছাত্রকে সাথে নিয়ে অপর অভিযুক্ত খাঞ্জাপুর গ্রামের সামসুল হক ফকিরের ছেলে নিলয় আহমেদের বসত ঘরে নিয়ে যায়।

এজাহারে আরও জানা গেছে-নিলয় ও ইমন ঘরের বাহিরে চলে যাওয়ার পর কিং মাসুদ ভুক্তভোগী কলেজ ছাত্রকে ভয়ভীতি প্রদর্শন করে বিবস্ত্র করে জোরপূর্বক বলাৎকার করে। পরবর্তীতে বিষয়টি কাউকে না জানানোর জন্য প্রধান আসামি কিং মাসুদ ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। এরপর ভ্যানযোগে বাড়ি ফিরে ভুক্তভোগী কলেজ ছাত্র অসুস্থ হয়ে পরলে বিষয়টি তার পরিবারকে জানায়।

মাসুদ সরদার ওরফে কিং মাসুদকে র‍্যাব-৮ কর্তৃক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন-মামলা দায়েরের পর পরই পুলিশ অভিযান চালিয়ে মাসুদের সহযোগি ও মামলার আসামি নিলয় আহমেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে। মামলার অপর আসামি ইমন সরদারকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

অপরদিকে কথিত বিএনপি নেতা দাবিদার মাসুদ সরদার ওরফে কিং মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলেও বৈরি আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। তবে এলাকাবাসী কলেজ ছাত্রের সাথে ন্যাক্কারজনক ঘটনায় কিং মাসুদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।