স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিরাপদ মহাসড়ক, চুরি-ডাকাতি, সড়ক দুর্ঘটনারোধ ও মহাসড়ককের ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত কল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষে জেলার গৌরনদী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা এগারোটার দিকে থানার হলরুমে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমানের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান, সাধারণ সম্পাদক চঞ্চল মাঝি, বিএনপি নেতা শফিকুল ইসলাম রোকন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, নিরাপদ সড়ক চাই এর প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, গাড়ির মালিক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং থ্রী-হুইলার মালিকরা অংশগ্রহন করেন।