• ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

গৌরনদীতে ৩ নারীকে পিটিয়ে আহত করলেন ছাত্রদল কর্মী

দখিনের বার্তা
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৪, ১৬:৪১ অপরাহ্ণ
গৌরনদীতে ৩ নারীকে পিটিয়ে আহত করলেন ছাত্রদল কর্মী
সংবাদটি শেয়ার করুন....

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button

বরিশালের গৌরনদীতে টাকা ধার না দেওয়াকে কেন্দ্র করে হামলা চালিয়ে প্রবাসীর স্ত্রীসহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দেবর ছাত্রদল কর্মী আলামিন কবিরাজের বিরুদ্ধে।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের দুবাই প্রবাসী লিটন কবিরাজের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত অবস্থায় প্রবাসীর স্ত্রী মাসুদা বেগম, শালিকা তামান্না আক্তার, ভাগ্নি রিতা আক্তারকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত প্রবাসীর স্ত্রী মাসুদা বেগম অভিযোগ করে বলেন, গত এক সপ্তাহ পূর্বে আমার দেবর আলামিন কবিরাজ আমার কাছে ৫০ হাজার টাকা ধার চায়। ইতিপূর্বে আলামিন আমার কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ায় পুনরায় তাকে টাকা ধার দিতে অস্বীকার করি।

তিনি আরও বলেন, টাকা ধার না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর ২টার দিকে আমার সঙ্গে আলামিনের বাগ-বিতন্ডা হয়। একপর্যায়ে আলামিনের নেতৃত্বে ৩/৪ জনে হামলা চালিয়ে আমাকে, আমার বোন তামান্না ও আমার ভাগ্নি রিতাকে বেধড়ক পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় আমাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে স্থানীয় তিন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিন্টু তাদের সঙ্গে অসদাচরণ করে সংবাদ প্রকাশ না করার হুমকি দেয়।

অভিযুক্ত আলামিন কবিরাজ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে মারধর করি নাই। আমার বিরুদ্ধে ভাবি অপপ্রচার চালাচ্ছে।

গৌরনদী থানার ওসি মো, ইউনুস মিয়া বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে