মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম জানান, সকাল ৭টায় গোপন সংবাদেরভিত্তিতে নগরীর রুপাতলি হাউজিং এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়। এ সময় ওই ভবন থেকে ৭৮ পিস ইয়াবাসহ নাফি, নিয়ামুল ও আরিফুলকে আটক করা হয়। এছাড়া পৃথক একটি অভিযানে নগরীর কেডিসি বালুর মাঠ এলাকা থেকে ৭৫০ গ্ৰাম গাঁজাসহ সবুজ খাকে আটক করা হয়।
তিনি আরো জানান, উভয় ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে