• ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হ/ত্যা

দখিনের বার্তা
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ০০:৪১ পূর্বাহ্ণ
গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হ/ত্যা
সংবাদটি শেয়ার করুন....

 

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে।

নিহত ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে-ভ্যান চালক মঞ্জু বেপারী যাত্রী নামিয়ে রাতে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।

পথিমধ্যে বাড়ির সন্নিকটে মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তার পথরোধ করে।

একপর্যায়ে তাকে এলোপাথারি ভাবে কুপিয়ে সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এসময় গুরুত্বর আহত মঞ্জু বেপারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মুর্মুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।

গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানিয়েছেন-হাসপাতালে আনার আগেই মঞ্জু সরদারের মৃত্যু হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন। ###

 

দৈনিক জনকণ্ঠ
০১৭২১৮৭৪০৩৭