• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসী দিয়ে ঠিকাদারকে হুমকির অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুলের বিরুদ্ধে

দখিনের বার্তা
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ১৭:৪৫ অপরাহ্ণ
সন্ত্রাসী দিয়ে ঠিকাদারকে হুমকির অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুলের বিরুদ্ধে
সংবাদটি শেয়ার করুন....

 

নিজস্ব প্রতিবেদক ।।

অনিয়ম,দুর্নীতির অভিযোগের পর এবার বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসী দিয়ে ঠিকাদারকে হুমকির অভিযোগ পাওয়া গেছে।এ অভিযোগ নিয়ে বরিশাল  কোতোয়ালি মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন ফারুক হোসেন নামে এক ঠিকাদার। গত ৩০ নভেম্বর করা ঐ জিডির নং ২০৭৬। উক্ত জিডিতে ব্যবসায়ী ফারুক হোসেন উল্লেখ করেন, মুন নামে এক ব্যক্তি ০১৯৮৪….এবং জুয়েল নামে ঝালকাঠির অপর এক ব্যক্তি নিজেকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের সহযোগী দাবী করেন এবং অকথ্য ভাষায় গালাগাল ও প্রাননাশের হুমকি ধামকি দেন।
এ বিষয়ে ফারুক হোসেন বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী টেন্ডারের মাধ্যমে প্রাপ্ত কাজ অন্য আরেক ব্যক্তির নিকট অনৈতিক ভাবে বিক্রি করেন।এ বিষয়ে আমি(ফারুক) মামলা দায়ের করবো এ কথা বললে ঝালকাঠির আওয়ামীলীগ নেতা আমির
হোসেন আমুর ব্যবসার দেখশুনা করা জুয়েল ও নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার ছিচকে সন্ত্রাসী মুন নামের ব্যক্তিদের দিয়ে আমাকে হুমকি ধামকি দিচ্ছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন,জিডি গ্রহন করে একজন অফিসার নিয়োগ দেয়া হয়েছে তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।

অন্যদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন,জিডির বিষয়ে কিছু জানেন না,তিনি ঢাকায় আছেন ট্রেনিংয়ে,এসে এ বিষয়ে বিস্তারিত খবর নিয়ে বলতে পারবেন।

উল্লেখ্য বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এই নির্বাহী প্রকৌশলীকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি তাকে ফ্যাসিষ্ট আখ্যা দিয়ে একাধিকবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো কোন ব্যবস্থা নেয় নি সরকার