চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৫ নভেম্বর বরিশাল বিভাগের সব ইউনিট কমিটির কাউন্সিল ও সম্মেলন করার নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই নির্দেশনা অনুযায়ী বরিশাল বিভাগের বিএনপির সব ইউনিটের ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভার ও উপজেলা কমিটি বাতিল করা হলো। কাউন্সিল সফল করার লক্ষ্যে সাংগঠনিক নিয়মবহির্ভূত গঠিত বরিশাল বিভাগের অধীন সব ইউনিট কমিটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, বরিশাল বিভাগের টিম লিডার আবদুল আউয়াল মিন্টু কাউন্সিল সফল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই দল পুনর্গঠন করা হবে।