বরিশাল অফিস : বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসের এক সমর্থক সৈকত ইসলাম মানের এক কলেজ ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে যখম করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে আগৈলঝাড়া উপজেলা সদরে থানাধীন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে এ ঘটনা ঘটে। হামলায় অংশ নেওয়া মোঃ সৌরভ পাইক, মোঃ রাতুল পাইক, মোঃ রাব্বি ফকির ,মোঃ জুনায়েত ফকির মোঃ হাসান ফকিরসহ অন্যান্যরা একই কলেজের ছাত্র এবং বরিশাল-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়া জহির রউদ্দীন স্বপনের সমর্থক বলে জানা গেছে। এ ঘটনায় বিকেলে ৮ জনকেত নামধারীসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে আগৈলঝাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হযেছে। এ নিয়ে ওই এলাকায় দু পক্ষের কমিৃমী সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
হামলায় আহত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কলেজ ছাত্র সৈকত ইসলাম জানান, তিনি কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সস্পাদক আকন কুদ্দুসুর রহমানের সমর্থক। বিগত দিনে তিনি আকন কুদ্দুসুর রহমানের পক্ষে কাজ করা নিয়ে প্রতিপক্ষ জহির উদ্দীন স্বপনের সমর্থকদের সাথে বিরোধ ছিলো। এর জের ধরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্র মোঃ সৌরভ পাইক, মোঃ রাতুল পাইকসহ তাদের দলবল আকস্মিক হামলা চালায়। এসময় তার ডাক চিৎকারে পার্বত্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তী করে। কেন্দ্রীয় বিএনপি নেতা আকন কুদ্দুসেরন সমর্থক হওয়ার কারনেই তার উপর পরিকল্পিত হামলা করা হয়েছে বলে দাবী করেন সৈকত। এ ঘটনায় ৮ জনকেত নামধারীসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে আগৈলঝাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হযেছে।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান আমার দেশকে বলেন, তার লোকজনকে চিহ্নিত করে হামলা করা হচ্ছে। নেতা কমিৃমীদের উপর বারবার হামলা করা হলেও এখনো ধৈর্যর পরিচয় দিচ্ছি।
এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দীন স্বপনকে ফোন করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি মো : অলিউল ইসলাম আমার দেশকে বলেন, হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনয়ি ব্যাবস্থা নেওয়া হবে।