• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে কোচিং ব্যবসায়ীদের চাপে সাংবাদিক কারাগারে: ঘুষে প্রভাবিত তদন্তের অভিযোগ

দখিনের বার্তা
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫, ২০:৩৭ অপরাহ্ণ
বরিশালে কোচিং ব্যবসায়ীদের চাপে সাংবাদিক কারাগারে: ঘুষে প্রভাবিত তদন্তের অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

 

স্টাফ রিপোর্টার :
সাংবাদিক মারুফ ও রাসেল নিজস্ব পত্রিকায় বেশ কয়েকটি কোচিং সেন্টারের বাণিজ্যিক অনিয়ম ও শিক্ষার্থীদের শোষণের নানা বিষয় তুলে ধরেন। এ কারণে একাধিক কোচিং সেন্টারের মালিক ও শিক্ষকরা অসন্তুষ্ট হয়ে তাকে ২২ আগস্ট ২০২৫ তারিখে কথিত আলোচনার কথা বলে একটি রেস্টুরেন্টে ডেকে নেয়। সেখানে পূর্বপরিকল্পনা অনুসারে শিক্ষকদের একটি গ্রুপ উপস্থিত হয়ে তাকে “ভুয়া সাংবাদিক” আখ্যা দিয়ে জনসমক্ষে অপমান হয়রানি ও হেনস্তা করে। অভিযোগ উঠেছে, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য কোচিং সেন্টারের শিক্ষকরা সম্মিলিতভাবে একটি চক্র তৈরি করেন। ঘটনা অনুযায়ী, আলোচনার কথা বলে একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী চক্রটি একত্রিত হয়ে  তাকে “ভুয়া সাংবাদিক” আখ্যা দিয়ে জনসমক্ষে অপমান করা হয় এবং পরে চাঁদাবাজির মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

অভিযোগ রয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা ও থানা-পুলিশ ঘুষ গ্রহণ করে মামলাটিকে একতরফা ও পক্ষপাতমূলকভাবে পরিচালনা করছেন। একই সঙ্গে জামিন শুনানিতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটও ঘুষের প্রভাবের মাধ্যমে বারবার জামিন নামঞ্জুর করছেন বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে উচ্চ আদালতে যাওয়ার জন্য মামলার নথি উত্তোলনের আবেদন করা হলে, সংশ্লিষ্ট দফতরে ইচ্ছাকৃতভাবে নথি আটকে রাখা হচ্ছে— যাতে জামিন প্রক্রিয়া আরও বিলম্ব হয় এবং অভিযুক্ত ব্যক্তি দীর্ঘসময় হাজতে থাকে।

এদিকে কারাগারে থাকা মারুফ ওরফে মুন্না গুরুতর অসুস্থ থাকলেও তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না বলে জানা গেছে।
অসহায় পরিবার ও স্থানীয় সচেতন মহল দ্রুত ন্যায্য তদন্ত ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল বলছে, সাংবাদিকের ওপর এ ধরনের হয়রানি গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। দ্রুত ন্যায়বিচার, সুষ্ঠু তদন্ত ও চিকিৎসা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।