• ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের বাবুগঞ্জের ইয়াবা সেবনকারী স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিস্কার

দখিনের বার্তা
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ণ
বরিশালের বাবুগঞ্জের ইয়াবা সেবনকারী স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিস্কার
সংবাদটি শেয়ার করুন....

 

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগ ওরফে রাঙ্গা সোহাগকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মো. ওসমান গণির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দলীয় একাধিক সূত্রে জানা গেছে, স্থানীয় যুবলীগ কর্মী রেজভী মুন্সীর সাথে সোহাগের ইয়াবা সেবনের একটি ভিডিও ফাঁসের পর তাকে স্বেচ্ছাসেবক দলের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মো. ওসমান গণি জানান, তারা ওই ভিডিওর তদন্ত করে সত্যতা পেয়েছেন। পরে দলীয় ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী সোহাগকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।