• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কাউনিয়ায় প্রশাসনের কঠোর নজরদারির পরেও থেমে নেই মাদকের রমরমা ব্যবসা

দখিনের বার্তা
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ১৪:১৮ অপরাহ্ণ
কাউনিয়ায় প্রশাসনের কঠোর নজরদারির পরেও থেমে নেই মাদকের রমরমা ব্যবসা
সংবাদটি শেয়ার করুন....

 

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ২ নং ওয়ার্ড কমিশনার গলি যেন একটা মাদকের হাটবাজার। হর হামেশা টাক ফারুকের ছেলে ফয়সাল মাদক বিক্রি করছেন। পিতা টাক ফারুক তিনিও বিগত দিনে ছিলেন মাদকের সম্রাট।

তার রয়েছে একাধিক সাঙ্গোপাঙ্গ ও মাদকের সেলার। একাধিক বার প্রশাসনের হাতে আটক হলেও আইনের ফাক ফোখর দিয়ে,বেরিয়ে পুনরায় একই কাজ করছেন তিনি।সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত অনবরত বিক্রি করছেন মাদক । এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। কাউনিয়া কমিশনার গলির-অলিতে গলিতে ওপেনে মাছের বাজারের মত ফয়সাল তার লোকজন দিয়ে ব্যাগে করে হকারি কায়দায় বিক্রি করাচ্ছেন মাদক। আইনের চোখ ফাঁকি দিয়ে করছেন মাদকের রমরমা ব্যবসা।

এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ নিশাত জানান- আমরা প্রতিদিন অভিযান অব্যাহত রেখেছি। তারপরও তারা গোপনে মাদক বিক্রি করছেন। তিনি আরো বলেন আমাদের মাননীয় কমিশনার স্যার মাদকের বিরুদ্ধে (o) টলারেন্সে রয়েছেন। আপনারা আমাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন। প্রয়োজনে অভিযান আরো বেগবান করা হবে।