• ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে “নিউরন” নাম ব্যবহার করে একাধিক কোচিংয়ের প্রতারণা

দখিনের বার্তা
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ২০:১৫ অপরাহ্ণ
বরিশালে “নিউরন” নাম ব্যবহার করে একাধিক কোচিংয়ের প্রতারণা
সংবাদটি শেয়ার করুন....

 

বরিশাল নগরীতে ব্যাঙের ছাতার মত এক নামেই একাধিক নার্সিং ভর্তি কোচিং বাণিজ্য শুরু করে বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়া গেছে।বরিশাল নগরীতে দীর্ঘদিন যাবত সফলতার সাথে বটতলা মোড় নিউরন নার্সিং ভর্তি কোচিং কাজ করলেও হঠাৎ করেই বছর দুই তিন ধরে নিউরনের বিভিন্ন নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে প্রতারণা করছে। প্রতিনিয়ত এসব কোচিং গুলোতে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। নিউরনের নামে বে নামে থাকা কোচিং গুলো থেকে ভালো ফলাফল না থাকলেও শিক্ষার্থীদের ভুলভাল বিজ্ঞাপন দিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে ব্যাঙের মত গজিয়ে থাকা এসব নার্সিং কোচিং গুলো।স্বরূপকাঠি থেকে আসা মোছাম্মৎ তহুরা নামে নার্সিং কোচিংয়ে ভর্তি হতে আসা এক শিক্ষার্থী অভিযোগ করেন তিনি নিউরন নার্সিং কোচিং এ ভর্তি হবেন বরিশাল বটতলা শাখায়। কিন্তু ওই শিক্ষার্থী ভুলবশত নিউরন কেয়ারে চলে যান এবং পরিচালক তাকে ভুলভাল বুঝিয়ে তার কাছ থেকে ৫০০০ টাকা নিয়ে আগে ভর্তি করে নেন । পরক্ষণে এই শিক্ষার্থী বুঝতে পারেন তিনি ভুল কোচিংয়ে চলে এসেছেন। পরে তার কাছে ফেরত টাকা চাইলে নিউরন নিউরন কেয়ার নার্সিং এর পরিচালক নোমান ওই শিক্ষার্থীর টাকা দিতে অ স্বীকৃতি জানান। প্রতিনিয়ত নার্সিং কোচিং এ ভর্তি হতে আসা হাজারো শিক্ষার্থীরা নিউরন কেয়ার ও নিউরন স্পেশাল এসব নামিও কোচিং গুলোর কাছে প্রতারিত হচ্ছে। এ বিষয়ে নিউরন কোচিং বরিশাল বটতলা শাখার পরিচালক আনিসুজ্জামান রাইয়ান জানান, গত তিন বছর যাবত আমরা সারাদেশে সফলতার সাথে নার্সিং কোচিংয়ের শীর্ষে রয়েছি বরিশাল শাখা থেকে প্রথম বছর্ ১৪০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৬ জন উত্তীর্ণ হন, দ্বিতীয় বছর ২৫০ জনের মধ্যে ৫৯ জন উত্তীর্ণ হয় ও বছর ৮১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সারা বাংলাদেশ আমাদের নিউরন নার্সিং কোচিং প্রথম স্থান অধিকার করে। আমাদের নাম ব্যবহার করে নামে বে নামে এসব কোচিং সেন্টার গুলোর জন্য নার্সিং কোচিং গুলোর সুনাম নষ্ট হচ্ছে। এছাড়াও এসব কোচিং গুলোর নেই কোন বৈধ কাগজপত্র। যাতে করে শিক্ষার্থীদের ভালো শিক্ষার মান না থাকায় তারাও সুযোগ নার্সিং ভর্তি পরীক্ষা থেকে সুযোগ হারাচ্ছে। আমাদের দাবি অবিলম্বে শিক্ষার্থীদের সাথে এসব কোচিং বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে বরিশাল প্রশাসন ব্যবস্থা নিলে দূর দুরান্ত থেকে আসা শিক্ষার্থীরা প্রতারণার হাত থেকে রেহাই পাবেন। এবং একটি সুন্দর শিক্ষা জীবন পাবেন। এ বিষয় নিউরন কেয়ার কোচিংয়ের পরিচালক নোমানের সাথে কথা বললে এড়িয়ে যায় ফোন কেটে দেয়