নিজস্ব প্রতিবেদক //নানা আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। দিনটিকে কেন্দ্র করে নানা আয়োজন করেছেন নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুর এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
এদিকে দিনটিকে কেন্দ্র করে পৃথক পৃথক র্যালি বের হয়। র্যালি গুলো নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
দিনটিকে কেন্দ্র করে বর্ণাঢ্য র্যালি বের করেন নগরীর ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর এলাকার বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেয়া হবে বলে হুশিয়ারি দিয়ে নেতাকর্মীরা আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সকল নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান, বরিশাল মহানগর বিএনপির সিনিয়র নেতারা ।
এদিকে দিনটিকে কেন্দ্র করে বিকেলে বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে আলোচনা সভা ও মিছিলের আয়োজন করা হয়েছে