• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মসজিদ উন্নয়নে কেন্দ্রীয় বিএনপি নেতার অনুদান

দখিনের বার্তা
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৫, ১৮:১১ অপরাহ্ণ
গৌরনদীতে মসজিদ উন্নয়নে কেন্দ্রীয় বিএনপি নেতার অনুদান
সংবাদটি শেয়ার করুন....

 

ব্যক্তিগত অর্থায়নে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ চাঁদশী বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে নগদ অর্থ অনুদান প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

শুক্রবার ওই মসজিদে জুমার নামাজ আদায় শেষে কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দিয়েছেন।

এরপূর্বে জুমার নামাজ শেষে বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের উদ্যোগে ওই মসজিদে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মো. মনির হোসেন হাওলাদার, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ মিলন, জেলা উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম টিটন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এসএম হিরাসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।