নিজস্ব প্রতিবেদক:বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যবসায়ী নাইম হোসেনের বিরুদ্ধে মাল্টিপারপাস কোম্পানির নামে সাধারণ গ্রাহকদের কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে নিজের দায় এড়াতে ও আত্নগোপন থেকে প্রকাশ্যে এসে জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে তিনি সম্প্রতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
আজ সকাল ১২টায় বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের পক্ষের সাফাই গাইলেন,তবে সে নিজেই স্বীকার করে নিলেন যে তার মাল্টিপারপাস কোম্পানির গ্রাহকদের টাকা নিয়ে সমস্যা হয়েছ। তবে সাংবাদিকগন তার কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন ছুড়লে কোন মন্তব্য না করে সভা স্থান থেকে চলে যান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এজেন্ট ব্যাংকিংয়ের আড়ালে মাল্টিপারপাস কোম্পানির নামে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছিলেন নাইম হোসেন। অভিযোগ রয়েছে, অনেক গ্রাহকের দীর্ঘ মেয়াদী জমাকৃত টাকা পাসবুকে এন্ট্রি না দিয়ে নিজস্ব কাজে ব্যবহার করেছেন তিনি। বিষয়টি ধামাচাপা দিতে ও নিজেদের নির্দোষ প্রমাণ করতে সংবাদ সম্মেলনের আশ্রয় নেন তিনি।
এ সময় নাইম হোসেন নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করলেও ভুক্তভোগীরা তার বক্তব্য প্রত্যাখ্যান করে জানান, প্রকৃত সত্য আড়াল করতেই এমন নাটকীয় সংবাদ সম্মেলন করেছেন তিনি। অনেক গ্রাহক অভিযোগ করেন, টাকা ফেরত চাইলে নানা টালবাহানা ও হুমকির মুখে পড়তে হয় তাদের।তবে গ্রাহকের তোপের মুখে কাগাশুরা বাজারের ডাচ বাংলা এজেন্ট আউটলেট বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা, যেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হয় এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতের ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ জানান নাইম গ্রাহকের টাকা এক মাসের ভিতর ফেরত দেওয়ার কথা বলেছে।আমরা তার বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারনে আউটলেট বন্ধ রেখেছি।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আউটলেটের কার্যক্রম বন্ধ থাকিবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের করা হবে।