• ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ধর্ষণ মামলার আসামি সাইদুল গ্রেফতার

দখিনের বার্তা
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫, ২২:২৪ অপরাহ্ণ
বরিশালে ধর্ষণ মামলার আসামি সাইদুল গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক …নগরীর কোতোয়ালী থানাধীন গির্জা মহল্লা এলাকার ঘরোয়া হোটেলে অভিযান চালিয়ে কোতয়ালী থানার ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্টিমারঘাট ফাঁড়ির পুলিশ।

রবিবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৩ টার দিকে তাকে গ্রেপ্তার করেন স্টিমারঘাট থানার এস আই নাসিমসহ পুলিশের একটি টিম।
গ্রেপ্তার সাইদুল খা (২৬) বাবুগঞ্জ উপজেলার রেন্টিতলা এলাকার মো. মোতাহার খার ছেলে।
ধষর্ণের শিকার ছদ্মনাম পপি বলেন, আমি বিবাহিত আমার এক কন্য সন্তান আছে। সাইদুল পটুয়াখালী পপন বিক্রি করতো আর আমাদের চায়ের দোকানে বেশি বেশি আসত। সেই সুবাদে তার সাথে আমার প্রেমের সম্পর্ক তৈরি হয়। এক পর্যায় সাইদুল আমার স্বামীর বিষয়ে আমাকে মিথ্যা তথ্য দিয়ে তার সাথে আমার ঝামেলা তৈরি করে। আমি সাইদুলের কথায় আমার স্বামীকে ডির্ভোস দেই এমনকি সকল খরচ তখন সাইদুল দেয়। এর পর থেকে আজ ৭মাস পর্যন্ত বরিশাল সদর রোড এলাকায় হক হোটেলে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার নিয়ে আসতো। আমি শুক্রবার থেকে শনিবার পটুয়াখালী চলে যেতাম। আমাকে বিয়ে করার বিষয়টি তার মা বোনদের কেও জানায়,তারা আমাকে কয়েক দিন তাদের বাসায় নিয়েছে। সাইদুল সবাইকে বলছে আমি ওকে বিবাহ করেছি। তাই আমার বিষয় পরিবারে সবাই যখন জানেন তখন প্রতি সপ্তাহে বরিশাল আসতাম। এখন ও আমাকে রেখে অন্য নারীকে বিবাহ করবে তা আমি মানতে পাড়ি না। ওর কারনে আমার মা বাবা ভাই বোন এমনকি স্বামী সন্তান ত্যাগ করেছি। আমি ওরে চাই! আমি ওর বিরুদ্ধে বরিশাল কোতয়ালী থানায় ধর্ষণ মামলা করছি।
পুলিশ জানায়, বরিশালে ধর্ষণ মামলার পলাতক আসামি সাইদুল বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল।
নগরীর গির্জা মহল্লা ঘরোয়া হোটেলে অবস্থান করার গোপনে সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১১ জুলাই সকালে চিকিৎসার কথা বলে পটুয়াখালী থেকে বরিশালে চলে আসেন । তখন সাইদুল তাকে বিয়ের প্রলোভন দিয়ে শের-ই-বাংলা হাসপাতালের সামনে হাওলাদার হোটেলে নিয়ে জায়। সেখানে বিয়ের কথা বলে তাকে ধর্ষন করে। সাইদুলে তাকে একাধিক হোটেলে স্ত্রী পরিচয় দিয়ে ধর্ষণ করেছে। ১২ জুলাই হোটেলে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পরিলে তাকে শের-ই-বাংলা হাসপাতালে চিকিৎসা করান সাইদুল। এর পরের দিনই তাকে হোটেলে রেখে সাইদুল অন্য এক মেয়েকে বিবাহ করেন বলে জানতে পেয়ে সাইদুলের বাসায় অবস্থান করেন ধর্ষণের শিকার নারী। এ ঘটনায় বরিশাল কোতয়ালী থানায় মামলা করে। মামলার হিসেবে রবিবার নগরীর গির্জা মহল্লা ঘরোয়া হোটেল থেকে গ্রেফতার করা হয়। তাকে রবিবারই কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।