বরিশালে ভায়রার মেয়েকে ধর্ষণ কান্ডে পদ হারালেন বরিশাল জেলা শাখার সহ সভাপতি ছাত্রদল নেতা সবুজ আকন।
আজ রবিবার দপ্তর সম্পাদক (সহ—সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা শাখার সহ সভাপতি মোঃ সবুজ আকন, সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
গত বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সহ—সভাপতি সবুজ হোসেন আকনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ভূক্তভুগির মা।