নিজস্ব প্রতিবেদক :: নগরীর পলাশপুর কলোনির
মোহাম্মদপুর এলাকায় ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ
কর্মী পলাশ হাওলাদার ওরফে দা পলাশের বিরুদ্ধে। শুক্রবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় বরিশাল
মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় মামলা দায়েরের জন্য লিখিত অভিযোগ দিয়েছেন
ভুক্তভোগী O পড়ুন ৩য় পৃষ্ঠায়
গৃহবধূ। অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হবে
বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ নাজমুল নিশাত।
এছাড়াও পলাশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ডজনখানেক
মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী গৃহবধূর স্বামী অভিযোগ করে বলেন, ভোরে
স্ত্রীকে ঘরে ঘুমে রেখে নদীতে মাছ ধরতে যাই। সেই সুযোগে দা
পলাশ ফাঁকা ঘরে ঢুকে আমার স্ত্রীকে ধর্ষণচেষ্টা করে। তখন
আমার স্ত্রী ডাক-চিৎকার দিলে আত্মীয়-স্বজন ছুটে আসে।
এসময় দা পলাশ আমার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে
হত্যার ভয় দেখায়। এরপর স্থানীয়রা ও আত্মীয়-স্বজন দরজা
ভাঙার চেষ্টা করলে পলাশ কৌশলে পালিয়ে যায় ।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নাজমুল নিশাত
বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে টহল টিম ঘটনাস্থল পরিদর্শন
করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এঘটনায়
ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি
মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে।