গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে সংখ্যালগু পরিবারের জমি দখলের পাঁয়তারা চালানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেত্রী ও আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে। এঘটনায় স্থানীয় সংখ্যালগু পরিবারের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার সকালে গৌরনদী পৌরসভা ১নং ওয়ার্ডের বাসিন্দা কেশব দাসের স্ত্রী স্বরস্বতী দাস অভিযোগ করে বলেন, সুন্দরদী মৌজায় আমার স্বামীর ওয়ারিশের প্রায় ২৪ শতক জমিতে বসবাস করে আসছিলাম। ওই জমির ওপর লোলুপ সৃষ্টি পরে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী জেসমিন আক্তার এবং আওয়ামী লীগ কর্মী মোস্তফা মুন্সী গংদের। ২০২১ সালে আওয়ামীলীগের ক্ষমতার দাপট দেখিয়ে জেসমিন ও মোস্তফা আমাদের মারধর করে ভিটে থেকে তাড়িয়ে দেয়। এরপরও জমি আমাদের ভোগদখলে রয়েছে।
সম্প্রীতি ওই জমি দখলের জন্য জেসমিন ও মোস্তফা গংরা আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা ও হয়রানি করে জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। অভিযোগ করে স্বরস্বতি দাস আরও বলেন, ওয়ারিশ অনুযায়ী জমি আমার স্বামী এবং ভাসুরের নামে সর্বশেষ রেকর্ড হয়েছে। যার অনলাইন পর্চাও আমাদের রয়েছে। এমনকি সর্বশেষ খাজনাও আমরা দিয়ে আসছি।
এরপরও ভূমিদস্যু আওয়ামী লীগ নেত্রী জেসমিন এবং আওয়ামী লীগ কর্মী মোস্তফা গংরা আমাদের জমি দখলের জন্য একের পর এক মামলা দিয়ে হয়রানি করে আসছে। তাদের হাত থেকে রক্ষায় তিনি (স্বরস্বতি দাস) সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
তবে হিন্দু সম্পত্তি দখলের পাঁয়তারা চালানো অভিযোগ অস্বীকার করে জেসমিন আক্তার ও মোস্তফা মুন্সী বলেন, আমাদের ক্রয়কৃত সম্পত্তিতে আমরা দখলে রয়েছি। কারো জমি দখলের পাঁয়তারা করি নাই। স্বরস্বতি দাস যে অভিযোগ করেছেন তা সঠিক নয়।