• ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের কর্নকাঠিতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

দখিনের বার্তা
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৫, ১৬:৩১ অপরাহ্ণ
বরিশালের কর্নকাঠিতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
সংবাদটি শেয়ার করুন....

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
sharethis sharing button

একটি বসতঘরে স্বামীর মরদেহ ঝুলছিল ফ্যানের সঙ্গে, আর স্ত্রীর মরদেহ পড়েছিল বিছানায়। এরা হলেন- কর্ণকাঠীর স্বপন হাওলাদারের ছেলে রাহাত হাওলাদার (২৫) এবং তার স্ত্রী লামিয়া আক্তার (১৮)।

সোমবার (১৪ এপ্রিল) সকালে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী এলাকার ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে। সুরাতহাল শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য বরিশাল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্ত্রী লামিয়া হত্যায় স্বামী রাহাতের সঙ্গে বহিরাগতরা যুক্ত থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানান, বসতঘরের মধ্যে দুজনের মরদেহ ছিল। প্রতিবেশীরা জানালা দিয়ে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

 

স্থানীয়দের বরাত দিয়ে বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণে রাহাতের সঙ্গে তার স্ত্রীর বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে রাতের কোনো এক সময় রাহাত তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিজে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।