• ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সেচ্ছাসেবক ও ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত

দখিনের বার্তা
প্রকাশিত মার্চ ২৭, ২০২৫, ১৯:৫৪ অপরাহ্ণ
বরিশালে সেচ্ছাসেবক ও ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত
সংবাদটি শেয়ার করুন....

বরিশালে বালুমহালের ইজারা পেতে এক সেনাসদস্যকে মারধরের জেরে বিএনপি ও অঙ্গ সংগঠনের আটজনের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ন মহাসচিব রূহুল কবির রিজভী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অভিযুক্ত নেতাদের পদ তিন মাস স্থগিত থাকবে।  এদিকে তিন মাসের জন্য বরিশাল মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান মন্জু এবং ও সদস্য সচিব কামরুল আহসানের পদ স্থগিত করা হয়েছে।  আজ বৃহস্পতিবার এক সিদ্ধান্তে অনুমোদন করেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান। ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল ইসলাম মিঠুর পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।